সারাদেশ

গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে তেলবাহী লরি নদীতে, প্রাণ গেল যুবকের

গোবিন্দগঞ্জ,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে চলন্ত তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় মাসুদ মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৩ মে) ভোরবেলা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।মাসুদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম জানান, ভোরবেলা বগুড়া থেকে তেলের লরিটি (ঢাকা-মেট্রো-ঢ ৪১-০০০২) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালি সেতুর ওপর পৌঁছালে পথচারী মাসুদকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাটাখালী নদীতে ডুবে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাসুদকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে আজ মঙ্গলবার সকালে লড়িটি উদ্ধার করেছে। এরপর গাড়িটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে দেওয়া হয়েছে। গাড়িটির চালক ও হেলপার পালিয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments