সারাদেশ

আখিরা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপড় বসবাসকারী ভূমিহীন পরিবারগুলো স্থায়ী আবাসন চায় !

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ত্রিমোহনী ব্রীজ সংলগ্ন আখিরা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপড় বসবাসকারী ভূমিহীন ও বাস্তুহারা পরিবারগুলো তাদের বসবাসের জন্য স্থায়ী আবাসন চায়। বিশেষ করে মুজিব বর্ষের উপহার হিসেবে নির্মিত ঘরগুলো পাবার আশা তাদের। অবশ্য গত ৫ বছরেও তাদের কারও ভাগ্যেই ওই ঘর জোটেনি। জানা গেছে,বর্নিত বাঁধের উপর দীর্ঘদিন ধরে ১৬ টি পরিবার বসবাস করছে। এদের কারও কোন ধরণের আবাদি চাষযোগ্য কিংবা নিজস্ব বসতভিটা নেই। সবগুলো পরিবার নিঃস্ব ভুমিহীন। এখানে এক-যুগেরও বেশি সময় ধরে এরা ওই বাধেল উপর নির্মিত নিজস্ব ছাউনীতেই বসবাস করছে। সাম্প্রতিক সময়ে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক কাবিলপুর ইউনিয়ন পরিষদ থেকে ভূমিহীন ও বাস্তুহারা পরিবারগুলোকে। ফলে চোখে সর্ষের ফুল দেখতে শুরু করেছে এসব পরিবার। তাই তারা তাদের আবাসনের জন্য সরকারের ১ নং খাস-খতিয়ান ভূক্ত যে কোন পরিত্যক্ত জায়গায় যেতে আগ্রহ প্রকাশ করেছে। বাঁধের উপড় বসবাসকারী পরিবার গুলোর মোঃ হামেদ আলী, হাফিজার রহমান, ফারুক মিয়া , জবা বেগমসহ অন্যরা সম্মিলিত ভাবে ইতিপূর্বে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও রংপুর জেলা প্রশাসন কার্যালয়ে স্থায়ী আবাসনের জন্য আবেদন করলেও তাদের কারও ভাগ্যে শেষ পর্যন্ত একটি ঘরও জোটেনি। এরা অভিযোগ করে বলেছে,অনেকের নিজস্ব জমি ও ঘর থাকার পরেও তাদের নামে সরকারিভাবে নির্মিত ঘর বরাদ্দ দেয়া হয়েছে। অথচ আমাদের জমি ঘর কোনটাই নেই । তার পরেও আমাদের জন্য কোন ঘর বরাদ্দ দেয়া হয়নি। তারা প্রশ্ন রেখেছে, এটা কোন ধরনের স্বজনপ্রীতি ?

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments