সারাদেশ

মানিক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রংপুরে রাস্তা অবরোধ-সমাবেশ

গত ১ মে ২০২৩ রাতে রংপুর সিটির দর্শনা মোড়ে ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক দোকান থেকে আনুমানিক রাত ১১.৩০ - ১২টা এক কিলোমিটার দূরে বাসায় ফেরার সময় দুর্বৃত্তরা নৃশংসভাবে খুন করে বাড়ির পাশে পুকুরে ফেলে রাখে । স্থানীয় পুলিশ প্রশাসন মানিকের পরিবার ও এলাকাবাসীকে খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে বলে মৌখিকভাবে আশ্বস্ত করলেও গত ২৩ দিনে কেউ গ্রেফতার হয়নি। ফলে শত শত এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে দর্শনা মোড়ে প্রথমে মানববন্ধন পরে উভয় পাশে রাস্তা অবরোধ করে। অবরোধ চলাকালে মানিকের হত্যাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশে বক্তব্য দেন গোলাম আজম মন্টু হেডমাস্টার (অব),প্রভাষক শাহিনুল ইসলাম, আব্দুস সালাম ,আব্দুল সবুর জেপলিন, আমিরুল ইসলাম মাস্টার, জোবায়দুল ইসলাম, আক্কেলপুর তরুণ সংঘের সভাপতি সুমন ,আব্দুর রাজ্জাক মুন্সী ,জাকির হোসেন, অটো রিক্সা - মালিক শ্রমিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আনোয়ার কবীর সুমন, দর্শনা মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম সানা, বাসদ রংপুর জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস প্রমুখ । নেতৃবৃন্দ মানিক হত্যার ৩ সপ্তাহ পার হলেও খুনিরা গ্রেফতার না হওয়ায় পুলিশ প্রশাসনের গাফিলতি কিংবা গুরুত্ব না দেওয়া অথবা কোন বিশেষ মহলের প্রভাব কাজ করছে কিনা সেটাও প্রশ্ন তোলেন। নেতৃবৃন্দ আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে আরো কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন। ইতোমধ্যে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী অবরোধ স্থলে উপস্থিত হয়ে উল্লেখিত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতারের ব্যাপারে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন এবং এলাকাবাসীকে অবরোধ তুলে নিতে অনুরোধ করলে অবরোধ ও সমাবেশের কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments