সারাদেশ

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত॥

চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাক্টরকে পিছন দিকে মোটরসাইকেল ধাক্কা দেয়ার ঘটনায় মোটরসাইকেল চালক রিপন চন্দ্র রায় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি  গত বুধবার রাত প্রায় পৌঁণে ৮টায় উপজেলার চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে ঘটেছে। নিহত রিপন উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের ইয়াকুব চেয়ারম্যানপাড়ার বীরেন চন্দ্র রায়ের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে একটি ইটবোঝাই ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। ওই সময় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে চিনিবাসডাঙ্গা বাজার থেকে ইয়াকুব চেয়ারম্যানের মোড়গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিকে সজোরে থাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রিপন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments