সারাদেশ

সুন্দরগঞ্জে জনতা ব্যাংক অন্যত্র স্থানান্তরের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

ছাদেকুল ইসলাম রুবেল,হাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে অবস্থিত জনতা ব্যাংকের শাখাটি অন্যত্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মীরগঞ্জ বাজার জনতা ব্যাংকের সামনে সুন্দরগঞ্জ-মীরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ব্যাংকের গ্রাহক, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, প্যানেল মেয়র সামিউল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবিব মাসুদ, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শাহ সুলতান আহমেদ, ব্যবসায়ী ননী গোপাল সরকার নিমাই, জীবন সাহা, সুজন সরকার, লিটন মিয়া প্রমুখ।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মীরগঞ্জ বাজার। এখান থেকে ব্যাংকটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা ষড়যন্ত্রেরই অংশ। এখানকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্যরা বসে সমাধান করতে পারতেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments