সারাদেশ

গোবিন্দগঞ্জে ধান মাড়াই মেশিন কেড়ে নিল শিশুর প্রাণ

গোবিন্দগঞ্জ,গাইবান্ধাঃগা ইবান্ধার গোবিন্দগঞ্জে ধান মাড়াই মেশিনের যন্ত্রাংশ খুলে ছিটকে গিয়ে তাবাসসুম ছোঁয়া নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কামদিয়া ইউনিয়নের বরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ছোঁয়া ওই গ্রামের সাইদুজ্জামানের কন্যা। প্রত্যক্ষদশী গ্রামবাসী জানান, শুক্রবার সকাল থেকে সাইদুজ্জামান মিয়া তার উঠানে ধান মাড়াই মেশিন বসিয়ে মাড়াই কাজ করছিলেন। এ সময় পাশে দাঁড়িয়ে মাড়াই কাজ দেখছিল শিশুকন্যা তাবাসসুম ছোঁয়া ।
হঠাৎ করে বিকট শব্দে মাড়াই মেশিনের একটি পার্স খুলে তাবাসসুমের গায়ে লাগে । এতে সে গুরুতর আহত হলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments