আইন-আদালত

পলাশবাড়ীতে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ চিকিৎসা সাস্ত্রে পড়াশুনার ডিগ্রি অর্জন না করেই ও ডা: বাবার চেম্বারে সাইনবোর্ড লাগিয়ে ডেন্টাল চিকিৎসক পরিচয় দিয়ে গত কয়েক বছর যাবত চিকিৎসা দিয়ে আসছিল পলাশবাড়ী উপজেলা শহরের ছায়রুন নেছা পলি ক্লিনিকের মালিক ডা: সায়েদ মিয়ার ছেলে মেহেদী হাসান ডন।
এরইধারাবাহিকতায় ২৭ মে শনিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান নয়ন সঙ্গীয় পুলিশ ফোর্স ভুয়া ডাক্তার মেহেদী হাসান ডনের ব্যক্তিগত চেম্বারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এসময় ভুয়া ডাক্তার মেহেদী হাসান ডন ডেন্টাল ডাক্তারের স্বপক্ষে বৈধ কোন সার্টিফিকেট দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালত মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২ নং ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করে।একই সাথে তাকে সতর্ক করে ভ্রাম্যমান আদালত।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments