রাজনীতি

গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের গ্রাম ও শহরে শ্রমজীবীদের স্বল্প দামে রেশন দাবি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগ্রাম ও শহরে শ্রমজীবীদের স্বল্প দামে রেশন দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ মে) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখার এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনিটির গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য দেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সমন্বয়ক বজলুর রহমান ফিরোজ, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা, আহসানুল হাবীব সাঈদ, মোস্তাফিজুর রহমান মুকুল, রেবতী বর্মন, সুকুমার মোদক প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান দুঃশাসন থেকে দেশকে বাঁচানো আমাদের আশু কর্তব্য হয়েছে। পাশাপাশি সমাজ পরিবর্তনের মাধ্যমে শোষণহীন, সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লড়াই জোড়দার করতে হবে। সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে কমরেডদের জীবন বাজি রেখে লড়াইয়ে নামতে হবে। গ্রাম-গঞ্জে বাম জোটের ১০ দফা ছড়িয়ে দিতে হবে।সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments