সারাদেশ

গোবিন্দগঞ্জ পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮শে মে ) দুপুরে ৯নং ওয়ার্ডে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মুকিতুর রহমান রাফি।
১২২ মিটার সিসি ঢালাই রাস্তা,বিশ্ব রোড সংলগ্ন মা আলেয়া ব্যাটারির দোকানের সামনে থেকে রিপন কাজীর বাড়ি পর্যন্ত নির্মাণ করা হবে। ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত পৌরসভার এই রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার টাকা। সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের বাস্তবায়ন করছে রাশেদুল এন্টার প্রাইজ।
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের শিক্ষক বৃন্দ, যুবলীগ নেতা রাশেদ রানা, সুমন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments