সারাদেশ

পীরগঞ্জে সদরা কুতুবপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের দূর্নীতি অনিয়মের প্রতিবাদে অভিভাবক সমবাবেশ

পীরগঞ্জ (রংপুর) ঃ রংপুরের পীরগঞ্জে সদরা কুতুবপুর আমানিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলামের বিরুদ্ধে দূর্নীতি স্বেচ্ছাচারিতা বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মাদ্রাসা মাঠে শাহ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় আ’লীগ নেতা এনামুল হক আপেল, ইউপি সদস্য মুসা আলী, বকুল মিয়া, মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আঃ কাদের, অভিভাবক সদস্য হারুন অর রশিদ কামাল, গোলাম মোস্তফা মিয়া, আনোয়ার হোসেন রতন, ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি রেজাউল ইসলাম, সাবেক ইউপি সদস্য লালু মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিবাজ অধ্যক্ষ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পকেট কমিটির মাধ্যমে মাদ্রাসায় ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ বাণিজ্য সহ প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন । তিনি টিআর এর অর্থ ও নিয়মবহির্ভুত ভাবে মাদ্রাসার গাছ কর্তন করেও মোটা অংকের টাকা আত্মসাত ছাড়াও স্বেচ্ছাচারিতা কর্মকান্ডের কারণে মাদ্রাসাটি আজ ধবংসের উপক্রম। তাছাড়াও মাদ্রাসায় তাহার বিরুদ্ধে আরও বেশটি কয়েকটি সু-নির্দিষ্ট গুরুতর অভিযোগ রয়েছে । এসব অভিযোগের বিষয়ে ইতিপুর্বে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার হয়নি। গত ৮ মাস পূর্বে অভিভাবক ও দাতা সদস্যগণ আয়-ব্যয়ের হিসাব অধ্যক্ষের নিকট জানতে চাইলে তিনি নানা টালবাহনা করাসহ ওই সকল অভিভাবক ও দাতা সদস্যগণের বিরুদ্ধে রংপুর বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও গড় হাজির দেখিয়ে প্রতি মাসে বেতন ভাতা উত্তোলন করে আসছেন। উল্লেখ্য গত বছর ১৩ নভেম্বর তার বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি ও অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছিল।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments