অপরাধ

পীরগঞ্জে সরকারি বই অবৈধভাবে বিক্রির অভিযোগ

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ পীরগঞ্জে রংপুরের পীরগঞ্জে ধর্মদাসপুর আমানিয়া দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম এর বিরুদ্ধে চলতি শিক্ষাবর্ষের নতুন বই(মাদ্রাসা শিক্ষা)অবৈধভাবে কেজি দরে বিক্রি করার অভিযোগ উঠেছে। ২৮ মে রোববার বিকেলে ওই বই আটক করে এলাকাবাসী। পরে ইউএনও বিরোদা রানী রায়ের নির্দেশে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তা জব্দ করে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুর আমানিয়া দাখিল মাদ্রাসার সরকারিভাবে সরবরাহকৃত চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সাত শত দুইটি নতুন বই এবং ২০২২ শিক্ষাবর্ষের প্রায় ১১৬ কেজি বই একটি চক্র ভাংরি ব্যবসায়ী বাবনপুরের রব্বানীর নিকট বিক্রি করে দেয়। বইগুলো ভ্যান যোগে মাদ্রাসা থেকে পাচারের সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম ও স্থানীয় জনতা আটক করে। এ সময় ভাংরি ব্যবসায়ী রব্বানী কৌশলে সটকে পড়ে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়কে অবগত করলে তিনি একাডেমিক সুপার ভাইজার সাজেদুল বারী এর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ঘটনা স্থানে পাঠান। ওই টিম ইউপি কার্যালয়ে জনতার উপস্থিতিতে সিজার লিস্ট তৈরি করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও কে সুপারিশ করে। এ বিষয়ে বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন ওই সুপার এর আগেও দুইবার বই বিক্রি করে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠিত হলেও তা আলোর মুখ দেখেনি। অভিযুক্ত সুপার নজরুল ইসলাম জানান,অতিরিক্ত বই চালান মূলে শিক্ষা অফিসে পাঠানো হচ্ছিল। এদিকে চলতি শিক্ষাবর্ষের নতুন বই বিক্রির ব্যাপারে ইউএনও বিরোদা রানী রায় তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে মর্মে জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments