সারাদেশ

ধামইরহাটে সরকারি খাদ্য গুদামে ধান- চাল ক্রয়ের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে খাদ্য গুদামে সরকারি ভাবে ধান- চাল ক্রয় উদ্বোধন করা হয়েছে। ২৯ মে সোমবার বেলা ১১ টায় ধান- চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা অপূর্ব রায়হান, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, চাউলকল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম, চাউল কল মালিক মোসাদ্দেকুর রহমান জিতু। উপ সহকারী খাদ্য পরিদর্শক রেজাউল ইসলাম জানান, চলতি ইরি- বোরো মৌসুমে সরকারি নির্ধারিত দর মোতাবেক ধামইরহাটের ৩ টি গুদামে প্রতি কেজি ধান ৩০ টাকা ও চাল ৪৪ টাকা দরে ধামইরহাট উপজেলায় ১৫৭৯ মেট্রিক টন ধান ও ৬৬০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments