সারাদেশ
হরিণাকুন্ডুতে বিনা বাধায় সরকারী গাছ কর্তন, ব্যাবস্থা নেয়নি উপজেলা প্রশাসন!

ঝিনাইদহ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু সাধুহাটি সড়কের দখলপুর এলাকায় দিন দুপুরে সরকারী গাছ কেটে নেওয়া হলেও কোন ব্যাবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। বরং গনমাধ্যমকর্মীরা খবর দিলে সময় ক্ষেপন করে অপরাধীকে সুযোগ দেওয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, হরিণাকুন্ডুর ৪নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর গ্রামের ছলেমানের ছেলে সামসুল ইসলাম কাটু রাস্তার পাশের এই গাছ বিনা বাধায় কেটে নিয়ে গেছেন। বিষয়টি হরিণাকুন্ডুর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সেলিম আহাম্মেদকে জানালে তিনি বলেন, গাছ রাস্তার না মালিকানার, সরকারি জমির না খাস জমির, অভিযোগ করেছে কে, তার নাম বলুন নয়তো তাকে ফোন করতে বলুন। সার্ভেয়ার এনে মাপজোখ করে বোঝা যাবে গাছটি কার ? এ ব্যাপারে সামসুল ওরফে কাটু জানান, সড়কের গাছটি তার জমির ফসল নষ্ট করায় তিনি কেটে বিক্রি করে দিয়েছেন।
Comments