September 19, 2024
সারাদেশ

বীরগঞ্জে চাহিদাভিত্তিক জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা কর্মশালা অনুষ্ঠিত

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোস্যাল ক্লাইমেট এ্যান্ড এগ্রিকালচার রিসার্স ফাউন্ডেশন কনসালটিং সার্ভিসেস (ইস্কার্ফ)এর আয়োজনে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মশালা প্রধান অতিথি ভিডিও বার্তায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যালয় সেক্টর-০৬ আইএমইডি, মহাপরিচালক (যুগ্নসচিব) মুঃ শুকুর আলী। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যালয় সেক্টর-০৬ আইএমইডি, পরিচালক (উপসচিব) সোনিয়া বিনতে তাবিব, উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) সারাহ সাদিয়া তাজনীন, চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন (প্রথম পর্যায়) উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আমজাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এবং ভোগডোমা আশ্রয়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments