সারাদেশ

 পলাশবাড়ীতে নড়বড়ে কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী এলাকার টেপিদহ বিলের রাস্তার মাঝে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে রয়েছে একটি নড়বড়ে কালভার্ট। এটির ওপর দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশা মানুষ চলাচল করছেন।সম্প্রতি এমনি এক চিত্র দেখা গেছে এই কালভার্টে। অনেকে মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে চরম আতঙ্কে পারাপার হচ্ছেন। এমতাবস্থা চলতে থাকলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের এডিপি’র বরাদ্দ ২০০৪-২০০৫ অর্থ বছরে টেপিদহ বিলের রাস্তায় ৫০ হাজার টাকা ব্যয়ে একটি কালর্ভাট নির্মাণ করা হয়। সময়ের ব্যবধানে কালভার্টটির নিচের দুই পাশের ভিত্তি পিলার ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ কালভার্টের ওপর দিয়ে ওই এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশা মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন। এলাকাবাসী দীর্ঘদিন থেকে ভাঙা কালভার্টটির ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছেন। এতে করে যে কোনো মুহূর্তে মারাত্নক দুর্ঘটনার কবলে পড়তে পারেন। তাই ভাঙা কালভার্টটি ভেঙে ওই স্থানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।শিক্ষার্থী কাওসার মিয়া, সিনতিয়া খাতুন ও আশামনি বলে, এখানে কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে আমাদের ছোট বড় সকলের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন থেকে ভাঙা রয়েছে কেউ এটা নিয়ে ভাবেন না। তবে এখানে একটি কালভার্ট জরুরিভাবে দরকার।কিশোরগাড়ী এলাকার রেজাউল মিয়া ও মাসুদ রানাসহ আরও অনেকে জানান, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় আমাদের। তবে এখানে ছোট একটি কালভার্ট নির্মাণ করা হলে দুর্ভোগ থাকবে না। তারা পুনরায় কালভার্ট নির্মাণের দাবি জানায়।কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান  আমিনুর রহমািন রিন্টু জানান, ওই গ্রামের মানুষের সুবিধার্থে আমি নির্বাচিত হওয়ার পরই এডিপির বরাদ্দ হতে ৫০ হাজার টাকা ব্যয়ে ওই স্থানে একটি কালভার্ট নির্মাণ করে দিয়েছিলাম। তবে যেহেতু কালভার্টটি এখন ঝুকিঁপূর্ণ তাই ওখানে একটি কালভার্ট নির্মাণ হওয়া অত্যন্ত জরুরি।কিশোরগাড়ী ইউপি সদস্য আব্দুস সালাম ও পারুল বেগম জানান, মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ওখানে একটি ছোট ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। যাতে ওই এলাকার মানুষের সমস্যা দূর হয়। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments