September 20, 2024
সারাদেশ

হাসিনা সরকারের অনেক উন্নয়ন মুলক কাজ চলমান - পীরগঞ্জে মহাসড়ক বিভাগের সচিব

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ঃ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন-“প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনেক উন্নয়নমুলক কাজ চলমান রয়েছে । ঢাকা -রংপুর মহাসড়কের ফোর লেন কাজের শতকরা ৮০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে । অবশ্য ভূমি অধিগ্রহণের জটিলতায় কাজের গতি কিছুটা বিলম্বিত হয়েছে। আশা করা যায় এ বছরের শেষের দিকে সম্পন্ন হবে মহাসড়কের কাজ। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর ঢাকা মহাসড়কের নির্মাণাধীন ফোর লেন কাজের পরিদর্শনে এসে গতকাল দুপুরে রংপুরের পীরগঞ্জ ফতেপুরে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী । এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামীলীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সড়ক বিভাগের উর্ধতন কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়সহ অনেকে এসময় তাঁর সাথে ছিলেন ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments