সাহিত্য
সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র

চারণ সংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন আজ ৩ জুন ২০২৩ একযুক্ত বিবৃতিতে সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, একদিকে সরকার জঙ্গিবাদ দমনের জন্য সাংস্কৃতিক কর্মকান্ড বাড়ানোর কথা বলছেন, আরেকদিকে সংস্কৃতি খাতে বরাদ্দের অপ্রতুলতা; সরকারের দ্বিচারিতার প্রকাশ। সরকার নিজেকে সংস্কৃতিবান্ধব বলে প্রচার করলেও হেফাজত তোষণ, মডেল মসজিদ নির্মাণ, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি- উপসনালয়ে হামলার বিচার না করাসহ বিভিন্ন কর্মকান্ডে তা প্রমাণ করে না। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা সমাজমনন থেকে দূরীভূত করতে হলে দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকান্ডকে ছড়িয়ে দেয়ার বিকল্প নেই। এজন্য সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়াতে হবে। এবার বাজেটে বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে বরাদ্দ ০.৭%। এর মধ্যে সংস্কৃতি খাতে বরাদ্ধ এক শতাংশের দশ ভাগের এক ভাগ অর্থাৎ ৬৯৯ কোটি টাকা। এটি অত্যন্ত আশঙ্কাজনক ও হতাশাজনক। অন্ততপক্ষে জাতীয় বাজেটের ১ শতাংশ বরাদ্দ করা সময়ে দাবি।
Comments