September 20, 2024
সারাদেশ

৬০ বছর হলেই পেনশন প্রাদনের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

ষাটোর্ধ্ব মজুরদের জমাবিহীন পেনশন প্রদান ও গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে ১নং রেল গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মইশাল, গাইবান্ধা সদর উপজেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্মে নিত্যপ্রয়োজনী পণ্যমূল্য বৃদ্ধির ফলে সবচেয়ে কষ্টে আছে ক্ষেতমজুর-দিনমজুররা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি পল্লী রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি করে আসছে। কিন্তু ধনীক শ্রেণির তোষনকারী সরকার তা আমলে নিচ্ছে না। তারা অবিলম্বে ক্ষেতমজুর, দিনমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর জোড় দাবি জানান। সেই সাথে তারা ষাটোর্ধ্ব মজুরদের জন্য বিনা জমায় পেনশন স্কীম চালু, ক্ষেতমজুরদের সারা বছর কাজ ও ন্যায্য মজুরি প্রদান, নারী ক্ষেতমজুরদের সমান মজুরি প্রদান ও গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments