September 08, 2024
সারাদেশ

দিনাজপুরের মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চলের সন্নিকটে সাজেদা স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল থেকে - দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নিভৃত পল্লী বেলঘাট সুলতান পুর মধ্যপাড়া পাথর খনি এলাকায় ব্যক্তি উদ্যোগে একটি স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে সোমবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী ও মাননীয় সাংসদ এ্যাড. মোস্তাফিজুর রহমান (ফিজার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ শরিফুল ইসলাম জানান, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটিতে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের কাম্য । এখানে সব সময বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জনগণ চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি আরও বলেন, আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে- রোগ নির্নয় ও রোগ নিবারক সর্বাধুনিক , কনশালটেশন, হসপিটালাইজেশন, মেডিকেল চেক-আপ, কর্পোরেট মেডিকেল চেক-আপ, ডায়াবেটিক চেক-আপ, ফার্মেসী, এ্যাম্বুলেন্স সার্ভিস ইত্যাদি। যাতে করে এ অঞ্চলের মানুষ কে ভারত মুখী কিংবা ঢাকা রংপুর দিনাজপুর যাইতে না হয় সে লক্ষ্যই এই হাসপাতাল প্রতিষ্ঠা করা। হাসপাতালের সিইও মাসুদ রানা মধ্যপাড়া অঞ্চলের  মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত হাসপাতাল প্রতিষ্ঠা করায় প্রতিষ্ঠাত ও সত্তাধাীকারি কে অভিনন্দন জানিয়ে আপামর জনতার সহযোগিতার আহবান জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments