আইন-আদালত

বিএনপি নেতা ইশরাকের জামিন নামঞ্জুর

২০২০ সালে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা’র আদালত শুনানি শেষে এ আদেশ দেন।  
এর আগে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
এরপর তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু জানান, গাড়ি পোড়ানোর একটি মামলায় ইশরাক হোসেন এক নম্বর আসামি। ঐ মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্যও তিনি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments