রাজনীতি

বিশ্ববিদ্যালয় পাওয়ার খুশিতে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের আনন্দ র‌্যালী

জসীমউদ্দীন ইতি,ঠাকুরগাঁও: উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনে নীতিগত অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‌্যালী করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন হওয়ার খুশিতে বিভিন্ন স্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা।
আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সহ সভাপতি নিয়াজি, ছাত্রনেতা আবু হাসান পাভেলসহ দলটির নেতাকর্মীরা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments