September 20, 2024
সারাদেশ

বড়দরগাহ্ হাইওয়ে পুলিশের শ্রমিক নেতাদের সাথে মতবিনিময়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে বড়দরগাহ্ হাইওয়ে থানার উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহন ও সকলের চলাচল নির্বিঘ্নে করার লক্ষ্যে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে মটর শ্রমিকের নেতাকর্মী, পরিবহন কাউন্টারের মাষ্টার, অটো সিএনজি মালিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বড়দরগাহ্ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, এসআই ফয়সাল আহম্মেদ প্রমুখ। বুধবার সন্ধ্যায় হাইওয়ে থাকার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন গত ৭ই ফেব্রুয়ারী থেকে শুরু করে অদ্যবধি রাস্তায় কোন চাঁদাবাজি বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাস্তায় সকলের চলাচল নির্বিঘেœর জন্য শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন মহাসড়কে কোন ধরণের চাঁদাবাজি চলবে না। কেউ চাঁদাবাজি করলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদ্যত্ত আহবান জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments