কৃষি

গাবতলীতে আধুনিক প্রযুক্তি কৃষি সম্প্রসারন মেলা-২৩ উদ্বোধন

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ ১৪ই জুন বগুড়া গাবতলীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওত্বায় কৃষি প্রযুক্তি মেলা-২৩ এর উদ্বোধন করা হয়েছে। গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কতৃক আয়োজিত মেলার উদ্বোধন করেন বগুড়া শহর আওয়ামীলীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রফি নেওয়াজ খান রবিন। এ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, গাবতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহারিয়ার হাসান, পুজা দেবী সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার সহ গাবতলী উপজেলা সকল সরকারী অধিদপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, নাসারী মালিক, কৃষক ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। মেলায় বিভিন্ন প্রায় ২৫টি ষ্টলে উন্নতজাতের বীজ, উৎপাদিত সবজি, দেশী প্রজাতী ফল, উন্নতজাতের ফলজ ও বনজ চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। মেলাটি চলবে ১৪ হতে ১৬ই জুন পর্যন্ত। মেলায় ৫শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরন করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments