সারাদেশ

ফুলবাড়ীর দামার মোড়ে অবৈধ্য ভাবে রাস্তার গাছ কর্তন॥ ইউএনও বরাবর অভিযোগ

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউপির দামার মোড়ে জেলা পরিষদের রাস্তার ধারের গাছ অবৈধ্যভাবে কর্তন, দেখার কেউ নেই। এলাকাবাসীর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ। ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউপির এলাকাবাসীর পক্ষে দামার মোড় বাজারের সভাপতি ওবায়দুল কাদের এর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ০৬/০৪/২০২২ ইং তারিখে লিখিত অভিযোগে জানান যায়, দামার মোড় বাজারের প্রাণ কেন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় রাস্তার ধারে পুরাতন এন্ট্রিকড়াই এর একটি গাছ এলাকার কতিপয় প্রভাবশালীরা গাছটি কেটে ফেলার নির্দেশ দেন। গাছটি কেটে বাজারের মসজিদের উন্নয়ন কল্পে দেওয়ার জন্য এলাকাবাসীর দাবী করেন। অবৈধ্যভাবে সরকারী নিয়ম নীতি বর্হিভূত ভাবে স্থানীয় খন্ডখুই গ্রামের মৃতঃ তফিজ উদ্দীন এর পুত্র মোঃ সাইফুল ইসলাম ও নন্দীগ্রামের মৃত তোফাজ্জাল হোসেন মন্টু এর পুত্র মোঃ রকিবুল হক রকি গত ০৫/০৪/২০২২ ইং তারিখে সকাল সাড়ে ৯ টায় স্থানীয় লোকজনকে না জানিয়ে গাছ কর্তন শুরু করেন। দোকানদার ও স্থানীয় লোকজন গাছ কর্তনে বাধা দিলে ঐ দুই ব্যক্তি তাদের উপার চড়াও হয় ও প্রাণ নাশের হুমকি দেন। এ সময় বেতদিঘী ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে খবর দিলে তারা এসে কাছ কাটা বন্ধ করে দেন। বিকেল ৪টায় ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে কর্তন কৃত গাছের ডালপালাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। স্থানীয় লোকজন বাধা দিলে চেয়ারম্যানের পক্ষে চৌকিদার মামলা দেওয়ার হুমকি দেন। এই ঘটনায় ঐ এলাকার শতাধিক ব্যক্তি বিষয়টি সরেজমিনে তদন্ত্য সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার ভূমি, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফুলবাড়ী থানা, উপজেলা বন কর্মকর্তা বরারব গত ০৬/০৪/২০২২ ইং তারিখে লিখিত অভিযোগ দেন।
সরকারি গাছ কাটতে সরকারী বিধিমালা মেনে কর্তন করতে হবে। কিন্তু সেই বিধিমালা না মেনে নিজের ইচ্ছা মত সরকারি সম্পত্তির গাছ কর্তন করছেন ইউপির প্রভাবশালী ব্যক্তিরা। এই ঘটনায় এলাকাবাসী সুষ্টতদন্ত দাবী করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments