কৃষি

পীরগঞ্জ কৃষি প্রণোদনা বিতরণ

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুর জেলার পীরগঞ্জে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১০টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় ২ হাজার ১শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, ২০২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আমন বৃদ্ধির লক্ষ্যে ১৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পেঁয়াজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীনা, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা প্রমুখ। বক্তরা প্রনোদনার বীজ সারের সঠিক ব্যাবহার নিশ্চিত করার পরামর্শ দেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments