আইন-আদালত
পীরগঞ্জে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত জানায়, গত মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যার পর থেকে কৃষি অফিসের গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মাদারগঞ্জে সারের গোডাউনে অভিযান পরিচালনা করে বরাদ্দ বহির্ভূত দানাদার পটাশ সার মজুদের অপরাধে সার জব্দ করে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাইরুল ইসলাম অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে মেসার্স তৈমুর অ্যান্ড ব্রাদার্সকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড কররেন। সেই সঙ্গে তাকে মজুদকৃত সার সরকার নির্ধারিত মুল্যে কৃষক পর্যায়ে বিক্রির বাজারজাত করার জন্য নির্দেশ দেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার। জানা গেছে, কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার জানান জব্দকৃত সার সরকার নির্ধারিত মুল্যে কৃষক পর্যায়ে বিক্রির ব্যবস্থা নেয়া হয়।
Comments