সারাদেশ

রামপুর মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপন করে‌ছেন উপ‌জেলা চেয়ারম‌্যান নুর মোহাম্মদ মন্ডল

পীরগঞ্জ উপজেলা রামপুর মধ্যে পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন আজ শুক্রবার (৮ এপ্রিল) বাদ জুমা ভি‌ত্তিপ্রস্তর এর উ‌দ্ধোধন করা হয় । পুরোনো বিল্ডিং ভেংগে নতুন মডেল মস‌জি‌দ তিনতলা ভবনের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন উ‌দ্ধোধন করেন পীরগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের দু'বা‌রের নির্বা‌চিত উপজেলা চেয়ারম‌্যান ও দু'বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল ।

পুরোনো বিল্ডিং ভেংগে নতুন মডেল মস‌জি‌দ তিনতলা ভবনের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন সমাজ সেবক নুরুল হক সানু, আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা শাজাহান আলী, আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক সরওয়ার জাহান, মা জাহানারা আহম্মদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম শাহজামাল রওশন, জামতলা মাদ্রাসার মাহাতামিম রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মন্ডল, অই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশরাফুল আলম বাবুল সরকার, ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ সহ এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ ।

উ‌ল্লেখ‌্য রামপুর মধ্যে পাড়া জামে মসজিদের বয়স আনুমা‌নিক ১৩০ বছর, উদ্বোধনে দেশ জাতির কল্যাণ কামনা করে ও মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত প‌রিচালনা করেন জামতলা মাদ্রাসার মাহাতামিম রেজাউল করিম ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments