সারাদেশ

ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় পিতা-পুত্রের মৃত্যু, চালক আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় একরামুল হক (৪৫) ও মাসুদ রানা (৯) নামের এক শিশু মৃত্যু হয়েছে। তারা দুজনে পিতা - পুত্র। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগিশ চাঁদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ও একরামুল হক উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা।
 নিহত একরামুল হকের ছেলে মেহেদী হাসান জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ী থেকে তার বাবা একরামুল হক, ছোট ভাই মাসুদ রানাকে বাইসাইকেলের পিছনে নিয়ে ঈদের মার্কেট করার জন্য ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপজেলার সদর ইউনিয়নের চাঁদেরবাজার নামক স্থানে পৌছিলে ইট বোঝাই ট্রলিটি পিছন দিক থেকে স্বজোরে ধাক্কা দেয়। ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়। স্থানীয়রা তার বাবাকে মারাত্বক আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ৩ টার দিকে তিনিও মারা যান।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলির চালক মিলন বাবুকে আটক করে থানায় নিয়ে আসে। চালক মিলন বাবু পাশ্ববর্তী নাগেশ্বরী উপজলার এগারো মাথা এলাকার মোকছেদুল হকের ছেলে।
কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বাপ-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, চালক আটক আছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments