September 20, 2024
সারাদেশ

ফুলবাড়ীতে পরিবেশ রক্ষার্থে মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পুরের ফুলবাড়িতে মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ আজম মন্ডল রানা এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
গতকাল দুপুর আড়াইটায় মাদিলাহাট সৈয়দপুরে গাছের চারা রোপন ও বিতরণ অনুুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের পক্ষে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, আজ অনেক প্রবীণ মানুষ দেখা যায়, কিন্তু প্রবীণ গাছ দেখা যায় না, সব জায়গায় শুধু গাছ নিধন চলছে।
মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে বলে মনে করি। গাছ আমাদের সর্বাঙ্গীণ সহযোগিতা করে, গাছ আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম। তাই বেশি বেশি গাছ লাগাতে হবে গাছ নিধন থেকে বিরত থাকতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, মাই টিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী পৌর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মানিক, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুত্তাকী কল্যান ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান শাহ, সাধারণ সম্পাদক, এস এম নাজিব, সহ-সাধারণ সম্পাদক, মোঃ আকরাম হোসেন, অর্থ সম্পাদক মাওলানা মাবুদ হাসান মুন্না, আইন বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হাসান, সদস্য মাওলানা ইলিয়াস আলী, মুফতি মুজিবুর রহমান সজীব সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ ডা: সোলায়মান মন্ডল, সহ-সভাপতিত্ব করেন, বেতদিঘী ইউনিয়ন ইউপি সদস্য মোঃ হাসেদ আলী।
বৃক্ষ রোপন কর্মসূচীর বিষয় সমাজ সেবক আজম মন্ডল রানা জানান, যেখানে ভালো কাজ হবে আমি সেখানে অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করবো, বৃক্ষরোপণ একটি মহৎ কাজ, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও নির্দেশ দিয়েছেন, আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপন করি পরিবেশের ভারসাম্য রক্ষা করি।
তিনি আরো বলেন মুক্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয়েছে, সুন্দর হয়েছে, তাদের সকলের জন্য শুভকামনা রইল। আয়োজনে ছিলেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন, মাদিলাহাট, ফুলবাড়ী।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments