সারাদেশ

পীরগঞ্জে রাস্তা দখল করে প্রাচারী নির্মান, দু’পরিবার অবরুদ্ধ!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
পীরগঞ্জে এক জামায়াত নেতা ও তার ভাই সরকারী রাস্তা দখল করে ইটের প্রাচীর নির্মান করে দুটি পরিবারকে ৩ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি খুলে নেয়ার জন্য ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। উপজেলার টুকুরিয়া ইউনিয়নের মোনাইল গ্রামে ঘটনাটি ঘটেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার মোনাইল গ্রামে একটি সরকারী রাস্তা সংলগ্ন জমিতে আজিজার রহমানের ছেলে আনোয়ার হোসেন বসতবাড়ী নির্মান করে আসছেন। প্রায় ৪ মাস আগে তার প্রতিবেশি আলেফ উদ্দিনের ছেলে ২টি নাশকতা মামলার আসামী জামায়াত নেতা আকমল হোসেন, তার ভাই আলতাব হোসেন ও আনারুল হক একটি সরকারী রাস্তা নিশ্চিহ্ন করে দখলে নিলে আনোয়ার হোসেরে বাড়ীতে যাওয়ার রাস্তা বন্ধ হয়। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে আনোয়ার হোসেন লিখিত অভিযোগ করলে ভুমি অফিস থেকে রাস্তাটি চিহ্নিত করে লাল নিশানা গেথে দেয়া হয়। পরে ওই জামায়াত নেতাসহ তার ভাইয়েরা লাশ নিশানা তুলে ফেলে ৩ দিন আগে রাস্তাটিতে ইটের প্রাচীর দেয়ায় আনোয়ার হোসেন এবং তার বাবার পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ে। অবরুদ্ধদশা থেকে নিষ্কৃতি পেতে আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসারকে গত ৬ এপ্রিল অভিযোগ করেন। ভুক্তভোগি আনোয়ার হোসেন বলেন, আজ ৩ দিন ধরে বাড়ীতে কোনভাবেই যেতে পারিনি। কারণ ওই জামায়াত নেতা আমাকে এবং স্ত্রীকে মারধরের হুমকি দিয়েছে। তাই জীবন ভয়ে বাড়ীতে যেতে পারছি না। অন্যের বাড়ীতে রাতযাপন করছি। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, বিষয়টি আমি অবগত আছি। আগামীকাল (আজ রোববার) ঘটনাস্থলে সার্ভেয়ারকে পাঠাবো।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments