September 16, 2024
সারাদেশ

গাইবান্ধায় বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে ভূমি সচিবের মতবিনিময়

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২ জুলাই) স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবীর, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারুল মান্নান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এম আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক আবেদুর রহমান স্বপন, রনজিৎ বকসী সূর্য, প্রমতোষ সাহা, আবু হানিফ বেলাল, জিয়াউল হক জনি, এসকেএস প্রতিনিধি আশরাফুল আলম ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ।
 
সচিব বলেন, গত সাড়ে ১৪ বছরে উন্নয়নের ধারা অব্যাহত থাকায় দেশ অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ হবে জবাবদিহির বাংলাদেশ। ভূমি অফিসে এসে সেবা গ্রহীতা যাতে হয়রানির শিকার না হয়। সেজন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। অফিস গুলো হবে জনবান্ধব। এজন্য সরকার ভূমির নানা জটিলতা সমাধানের জন্য ভূমি আইন সংস্কার করার উদ্যোগ নিয়েছে ।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গাইবান্ধা জেলাকে কিভাবে এগিয়ে নেয়া যায় সেই বিষয়ে বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তির মতামত নেয়া হয়। এই মতামতের ভিত্তিতে আগামীতে গাইবান্ধা জেলার উন্নয়নে বেশ কিছু সুপারিশ ওঠে আসে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments