জাতীয়

সংস্কৃতি চর্চায় তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

সংস্কৃতি চর্চায় তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে ব্যবহার করতে হবে।মঙ্গলবার (৪ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, শুধুমাত্র জেলা পর্যায়ে নয়, সাংস্কৃতিক চর্চার কেন্দ্র তৃণমূল পর্যায়েও নিয়ে যেতে হবে।
বঙ্গবন্ধুর সংস্কৃতির দর্শন বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতার সংস্কৃতির দর্শন বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় তৃণমূল পর্যায়ের মেধাবীরা বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments