September 08, 2024
অপরাধ

পীরগঞ্জে নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরনে অর্থ বানিজ্যের অভিযোগ !

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরনে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম স্বয়ং এই অর্থ বানিজ্যে জড়িত মর্মে একটি সুত্র দাবি করেছে। জানা গেছে,চতরা ইউনিয়নের চির অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রাণী সম্পদ মন্ত্রনালয় বিনা মুল্যে ৩’শ ভেড়া বিতরনের জন্য বিশ লক্ষাধিক টাকা বরাদ্দ করে। মন্ত্রনালয় হতে সরাসরি দরপত্র আহ্বানসহ যাবতীয় প্রক্রীয়া সম্পন্নের পর উপজেলার চতরা ইউনিয়নের উপকারভোগী নৃ-গোষ্ঠীর তালিকা প্রণয়নের দায়িত্ব দেয়া হয় উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপর। মওকা বুঝে উক্ত কর্মকর্তা নরেশ নামের এক আদিবাসী নেতাকে দিয়ে প্রত্যেক উপকারভোগীর কাছে ১ হাজার করে টাকা নিয়ে তালিকা তৈরী করেন। এভাবে চতরার শিবটারী,সখিপুর,বিরামপুর,গারোপাড়া,মহালীপাড়া,টিগরাপাড়া,ভগবানপুর,পাহাড়ীপাড়া ও কলেজপাড়া এলাকার ৩’শ আদিবাসী পরিবারের কাছে ৩ লক্ষাধিক টাকা কৌশলে হাতিয়ে নেন উক্ত কর্মকর্তা। বিষয়টি জানাজানি হলে আনুষ্ঠানিকভাবে হাতে গোনা কয়েক জনের টাকা ফেরত দিয়ে পুরো ঘটনা ধামাচাপা দেয়া হয়। অর্থ আদায়ের কথাস্বীকার করে নরেশ বলেন-আমার কি আর কোন ক্ষমতা আছে ? আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবে কাজ করেছি। স্মরনযোগ্য যে, ইতিপুর্বেও চৈত্রকোল ইউনিয়নে আদিবাসীদের মাঝে বিনামুল্যে গরু বিতরনের প্রাক্কালে ১ আদিবাসী নেতার মাধ্যমে প্রত্যেকের কাছে ৬ থেকে ৮ হাজার, কোন কোন ক্ষেত্রে ১০ হাজার টাকা হারে মোট ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন ডাঃ তাজুল ইসলাম। এ ব্যাপারে জানতে চাওয়া হলে পুরো বিষয়টি পাশ কেটে গিয়ে তিনি বলেন “এসব মন্ত্রনালয়ের ব্যাপার,আমাদের কোন হাত নেই”। টাকা গ্রহনের কথা স্বীকার করে ডাঃ তাজুল ইসলাম বলেন- সেই টাকা তো ফেরত দেয়া হয়েছে !

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments