সারাদেশ

সুজানগরে বছরব্যাপী বৃক্ষ রোপণের উদ্বোধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা চত্বর, মডেল মসজিদ চত্বর সহ উপজেলা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বছরব্যাপী বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পাবনার সুজানগর উপজেলায় বৃক্ষ রোপণের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীর।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, মডেল মসজিদের ইমাম আরিফ বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার রহুল আমিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলাম জানান, এই অর্থ বছরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এর মধ্যে বকুল, দেবদারু, কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, বট সহ বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করা হবে। তিনি আরো জানান, শুধুমাত্র বৃক্ষ রোপণ করেই দায়মুক্ত হতে চাইনা। আমরা এই চারা গাছ গুলোর রোপণের পর পরিচর্যা করে, গাছ গুলো বেড়ে উঠা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। এ কাজে সহযোগিতা করবে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। ইতিমধ্যেই কৃষি অফিস থেকে জৈব সার ও লোকবল দিয়ে সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের মডেল মসজিদের সৌন্দর্য বৃদ্ধি ও মসজিদের মুসুল্লিদের ছায়ার জন্য মসজিদ চত্বর পরিবেশ বান্ধব গড়ে তুলতে মসজিদের চতুর পাশে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করা হবে। সেইসাথে উপজেলা চত্বরে বকুল গাছ রোপণ করে বকুল চত্বর নাম করণ করা হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments