পড়াশুনা
আজিজার সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনিয়ম তান্ত্রিকভাবে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ॥

পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি: পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের গোপালগঞ্জে অবস্থিত আজিজার সরকার বালিকা উচ্চ বিদ্যালয় একটি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মতান্ত্রিকভাবে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ।শিক্ষা প্রতিষ্ঠানটি চলছে নিজের খেয়াল খুশি মতো।গত ২৮মে রবিবার বেলা ১টায় বিদ্যালয়টিতে গিয়ে বিদ্যালয়টি তালা বদ্ধ অবস্থায় দেখা গেছে।এসময় মুঠোফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেও তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে সাক্ষাৎ হলে তিনি একাধিক বিষয়ে কথা বলেন।এর ঠিক বিশ মিনিট পূর্বে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষককে লুঙ্গি পরিহিত অবস্থায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন বাজারে ঘুরতে দেখা গেছে।তাকে জিজ্ঞেস করা হয়,আপনার তো এখন বাজারে থাকবার কথা না,আপনার এখন থাকবার কথা স্কুলে।তিনি জবাবে বললেন,প্রধান শিক্ষক স্কুল ছুটি দিয়েছেন এজন্য আমরা চলে এসেছি।অবশ্য ততক্ষণে উনি জেনে গেছেন আমরা সংবাদকর্মী।এরপরে তড়িৎ সেখান থেকে ওই শিক্ষক উধাও হয়ে যান।
স্থানীয় একাধিক সূত্র ও বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর উপস্থিতির হার খুবই নগণ্য।কোনদিন ২০-২২ জন অথবা কখনো-কখনো ২৫-৩০ জন শিক্ষার্থীকে উপস্থিত হতে দেখা গেছে। প্রতিষ্ঠানটিতে দীর্ঘ প্রায় ১১বছর যাবত প্রধান শিক্ষকের পদটি শূন্য ছিল।সেই শূন্য পদে নিয়োগের জন্য অনিয়ম তান্ত্রিক ভাবে নিয়োগ বোর্ড গঠন করে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলে একাধিক অভিযোগ উঠেছে।শুধু তাই নয়, ইতোপূর্বে মোটা অংকের নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের সভাপতি একজন অফিস সহকারীকে নিয়োগ দিয়েছেন।একইভাবে তিনজন পিয়নকেও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে।এবিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতির সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঠোফোনে জানালেন সকল নিয়ম মেনেই প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
Comments