December 06, 2023
খেলা

প্রধানমন্ত্রীকে ‌‘না’ বলা অসম্ভব: তামিম

অবসর নেয়ার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন জাতীয় দলে ওয়ানডে দলপতি তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরেছেন দেশসেরা এই ওপেনার।
বৃহস্পতিবার (৬ জুলাই) অবসরের ঘোষণা দেয়ার পর শুক্রবার (৭ জুলাই) তামিমকে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে অবসরের সিদ্ধান্ত তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন তামিম। স্ত্রী আয়েশা ইকবাল ও প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’
এর আগে প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ (শুক্রবার) দুপুরে আমাকে প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’
বিসিবি সভাপতি পাপন তামিমের অবসর ভেঙ্গে ফেরার বিষয়ে বলেন, ‘আমার একটা ধারণা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়ত এটার একটা সমাধান পাব। আজকে প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয়নি।’
তিনি আরও বলেন, ‘রিটায়ারমেন্টের যে চিঠিটা ও দিয়েছে সেটা সে উইথড্র করেছে। এখন সে অবসরে যাচ্ছে না। যেহেতু সে মানসিক ও শারীরিকভাবে ফিট না, সে কারণে ও দেড় মাস সময় চেয়েছে। দেড় মাস পর সে ফিরে আসবে। এই সিরিজে সে থাকছে না।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments