September 20, 2024
জাতীয়

দেশে ফিরেছেন ১৯৭৮৫ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে শুক্রবার বিকেল পর্যন্ত ৫৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৯ হাজার ৭৮৫ জন হাজি।
হজ পালন করতে গিয়ে ৮৭ জন হাজি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (৬ জুলাই) মারা গেছেন ৬ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকার তথ্য মতে, তিন এয়ারলাইন্সের মোট ৫৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৩টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৩টি।
অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে মারা যাওয়াদের মধ্যে ৭১ জন পুরুষ ও ২০ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৬৭ জন, মদিনায় ৫, জেদ্দা ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments