কৃষি
ঝিনাইদহে জৈব কৃষি মেলা ও গ্রুপ ডিসকাশন কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে মূখ্য বৈজ্ঞানিত কর্মকর্তা ড. কাওসার উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই এর সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুল সদস্য হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগার আলী, জেলা প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, কার্ড মহিলা সমিতির সভানেত্রী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষাণী মর্জিনা বেগম। এছাড়াও সেখানে প্রদর্শণ করা হয় জৈব পদ্ধতিতে উৎপাদিত কৃষি পণ্য। কৃষাণ-কৃষাণীদের বাড়ির আঙিনা ও মাঠে কীটনাশক ছাড়া উৎপাদিত শাক-সবজির প্রদর্শণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার কৃষাণ-কৃষাণীরা তাদের উৎপাদিত পণ্যের পসরা বসায় সেখানে। অনুষ্ঠানের আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।
Comments