September 19, 2024
সারাদেশ

পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানব-বন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে মানব-বন্ধন করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে এলাকাবাসীর আয়োজনে চককরিম আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ঘন্টাব্যাপী ওই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন- এর আগেও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জীবিত নৈশ্য প্রহরীকে মৃত দেখিয়ে পুনরায় ওই পদে গোপনে নিয়োগ প্রদানের চেষ্টা করলে অভিভাবকরা স্কুলে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চক করিম আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে রামপুর গ্রামের দুলু মিয়া নৈশপ্রহরী পদে যোগদান করেন। যোগদানের পর থেকেই দুলু মিয়া সরকারি বেতন ভাতার সুবিধা চাইলে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বরাবরই তা দিতে তালবাহানা করে। এদিকে গত বছর ১২ই জুন নৈশ প্রহরী দুলু মিয়াকে মৃত দেখিয়ে দৈনিক দাবানল পত্রিকায় নৈশপ্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এলাকাবাসী ও অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩-৪টি শিক্ষক নিয়োগ বাণিজ্য ও বিদ্যালয়ের সরকারি বরাদ্দের অর্থ উন্নয়নমূলক কাজ না করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন। মানব-বন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এসএম শাহজামান রওশন, অভিভাবক শহিদুল ইসলাম, ওয়াকিল মিয়া, আকতারুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষুদ্ধ এলাকাবাসী বলেও জানান বক্তরা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments