September 16, 2024
সারাদেশ

এ্যাড সাহারা খাতুনের কবরে শ্রদ্ধা নিবেদন

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ  আওয়ামী লীগের সভাপতিম-লীর সাবেক সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়ত এ্যাড সাহারা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন, তার পরিবারের সদস্যসহ ঢাকা ১৮ আসনের বিভিন্ন নেতৃবৃন্দ । রবিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করা হয় । ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সম্পাদকম-লীর সদস্য ও প্রয়ত এ্যাডঃ সাহারা খাতুনের ভাতিজা আনিসুর রহমান ও ঢাকা ১৮ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসানের নেতৃত্বে আওয়ামী ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা প্রয়ত এ্যাডঃ সাহারা খাতুনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময়ে তারা সেখানে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন । নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পাঠ করেন । পরে আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, সাহারা খাতুন আওয়ামী লীগের নিবেদিত একজন নেতা ছিলেন । জেল, জুলুম, নির্যাতন সয়েছেন কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি । রাজনীতিতে তিনি অনুকরণীয় আদর্শ । এসময় ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রয়ত এ্যাডঃ সাহারা খাতুন আপা সারা জীবন সাধারণ মানুষের জন্য ছিলেন এক নিবেদিত প্রাণ । তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারিয়েছে । তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিতে অটল থেকে গণমানুষের জন্য রাজনীতি করেছেন । তিনি ছিলেন একজন পরীক্ষিত সৎ, বিনয়ী ও কর্মীবান্ধব নেতা । দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সব ধরণের সহযোগিতা করেছেন । একজন দক্ষ, অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ রাজনীতিবিদের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয় । জনসেবা ও গণমানুষের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে তার অসামান্য অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন । আমি ঢাকা ১৮ আসনের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments