September 16, 2024
জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকাঃ একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকে "Bangladesh Biman (রহিত Bangladesh Biman Order, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন) বিল, ২০২৩" সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটি (বেজা) কর্তৃক গৃহীত উদ্যোগ সমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বেজার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যক্রম করার সুযোগ দেয়ার জন্য সুপারিশ করা হয়। বৈঠকে পর্যটকদের জন্য সমগ্র পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুসিভ জোন করার সুপারিশ করা হয়। কমিটির পক্ষ থেকে সুষ্ঠুভাবে হজ্জ্ব কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানানো হয়। বৈঠকে বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটির (বেজা) নির্বাহী পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ, আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments