নারী/ জয়া
গাইবান্ধায় আলোকিত ৩০ নারী পেলেন অ্যাওয়ার্ড

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় নারী উদ্যোক্তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ‘আলোকিত নারী অ্যাওয়ার্ড ২০২৩’ দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে ৩০ জন উদ্যোক্তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
শনিবার (১৫ জুলাই) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উত্তর জনপদের অনলাইনভিত্তিক ডিজিটাল বিজনেস প্লাটফর্ম ‘উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার’ এ অনুষ্ঠানটি আয়োজন করে।
এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। তিুর ক্ষুদ্র ও মাঝারি ৩০ জন উদ্যোক্তাদের মাঝে নারী অ্যাওয়ার্ড তুলে দেন।
উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের ফাউন্ডার অ্যাডমিন মীর এমএম শামীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধার পৌরসভার মেয়র মতলুবুর রহমান, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের এডমিন মীর শারমিন শিমু, মডারেট রবিউল ইসলাম রবি, রওশন আরা মুক্তি, জয়া দত্ত, তামান্না ইসলাম নুপা প্রমুখ।
Comments