খেলা

ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলার বাঘিনিরা

মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। পরে শেষ টি-টোয়েন্টিতে ঠিকই জয় ছিনিয়ে নেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ টি-টোয়েন্টির ফর্মটাকে নিগার সুলতানারা টেনে এনেছেন ওয়ানডে সিরিজে। প্রথম ওয়ানডেতেই ভারতকে ৪০ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নারীরা।
মিরপুরে আজ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৪৩ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচটি। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রান করেন। ফারজানা হকের ব্যাট থেকে আসে ২৭ রান। এছাড়া সুলতানা খাতুন ১৬ ও ফাহিমা খাতুন ১২ রান করেন। বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রানের।
লক্ষ্য তাড়া করতে নেমে মারুফা আক্তার ও রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ে ভারত অলআউট হয়ে যায় ১১৩ রানে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments