September 08, 2024
সারাদেশ

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে মিছিল সমাবেশ

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে মিছিল সমাবেশ। বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের রংপুর জেলা শাখার উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।নিউক্রস রোডস্থ সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে সমাবেশে মিলিত হয়।জেলা আহ্বায়ক সুরেশ বাসফোরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী)রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু এবং সংগঠনের সদস্য শাকিল।নেতৃবৃন্দ বলেন,শ্রমিকদের দুঃখ-দুর্দশার শেষ নেই।পুষ্টিকর খাবার,স্বাস্থ্যকর থাকার জায়গা তাদের কাছে কল্পনার বিষয়।অথচ তাদেরই শ্রমে ঘামে দেশের অর্থনীতি সচল আছে।তাদের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ শ্রমিকের ন্যায্য আন্দোলনে হামলা করে,এমপি মন্ত্রীরা শ্রমিকের ট্যাক্সের টাকায় চলা এসিযুক্ত সংসদে বসে শ্রমিক স্বার্থবিরোধী আইন পাশ করে,শ্রমিকদের শায়েস্তা করার জন্য শিল্প পুলিশ তৈরি করে।আর এসব তারা করতে পারে সত্যিকারের আদর্শভিত্তিক সংগঠনের দুর্বল সাংগঠনিক শক্তির কারণে।তাই শ্রমিকদের উচিৎ বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া। সমাবেশ থেকে শ্রমিকের ন্যূনতম মজুরি ২০০০০/- টাকা করা,গণতান্ত্রিক শ্রম আইন চালু করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments