September 19, 2024
সারাদেশ

সাদুল্লাপুরে স্ত্রী আনতে গিয়ে নিখোঁজ স্বামী

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মমিনুল ইসলাম মমিন (২৪) নামের এক যুবক শ্বশুর বাড়ি থেকে স্ত্রী সোমা আক্তার (১৯) কে আনতে গিয়ে আজও ফিরে আসেনি বাড়িতে। এ ঘটনার ১৪ দিন অতিবাহীত হলেও সন্ধান মেলেনি তার। এদিকে ছেলেকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়ছে বাবা-মা।সরেজমিনে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে দেখা যায়- নিখোঁজ মমিনের সন্ধানে হাউমাউ করে কাঁদছে আজগর আলী ও মমতা বেগম। তাদের সন্তানকে ফিরে পেতে অশ্রুজলে অস্থির হয়ে ওঠেছেন এই দম্পতি।

নিখোঁজের স্বজনরা জানান, প্রায় এক বছর আগে গাইবান্ধা সদর উপজেলার কোমরপুর (গুচ্ছগ্রাম) গ্রামের হারুন মিয়ার মেয়ে সোমা আক্তারের সঙ্গে মমিনের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকে বেপরোয়া চলাফেরা শুরু করে সোমা। এনিয়ে শাসন করা হলে প্রায়ই বাবার বাড়িতে গিয়ে অবস্থান করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই সোমা আক্তার বেড়াতে যাওয়া কথা বলে বাবার বাড়িতে যায়। পরবর্তী গত ১৩ জুলাই মমিনুল তার স্ত্রীকে আনার জন্য শ্বশুর বাড়ি যায়। এর কয়েকদিন পরও বাড়িতে ফিরে না আসায় মমিনুলের মোবাইল ফোনে তার বাবা-মা কল দিলে ফোনটি বন্ধ পায়। বাধ্য হয়ে গত ২২ জুলাই সকালের দিকে বাবা আজগর আলী কোমরপুর গুচ্ছগ্রামের সোমার বাবার বাড়ি যায়। সেখানে মমিনুলকে না পেলেও সোমাসহ তার বাবা-মা আজগর আলীকে অকথ্য ভাষায় গালাগালিসহ নানা ধরণের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।এ তথ্য নিশ্চিত করে ভুক্তভোগি আজগর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোমা ও তার বাবা-মা  আমার ছেলের বড় ধরণের ক্ষতি করার লক্ষ্যে তাকে গুম করে রেখেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মমিনুলের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে সদর থানায় একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন ছেলেকে ফিরে পেতে পুলিশের সহায়তা কামনা করছি।এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ওই অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments