আইন-আদালত
সাদুল্লাপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শনিবার (২৯ জুলাই) দুপুরে এই আসামিকে গাইবান্ধা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মিজানুর রহমান ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামের আমনিুর রহমান বাদশার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন বলেন, জিআর ৬৯৪/১৫, স্পেশাল ট্রাইবুনাল ৪৩/২০১৬ মামলায় আসামি মিজানুরকে ১৪ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করে বিজ্ঞ আদালত। এসময় আত্মসমর্পণ না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে শুক্রবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালন করা হয়। এসময় ঢাকার একটি এলাকা থেকে আসামি শামসুল আলম ওরফে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ধৃত আসামিকে শনিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Comments