কৃষি

পীরগঞ্জে বিনামূল্যে আউশ চাষীদের সার ও ধানবীজ বিতরণ

পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে ওই বীজ ও সার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপির পক্ষে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাসিরুল ইসলাম রনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রধান। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, কম খরচে ধান উৎপাদনের লক্ষ্যে আবারও আউশ আবাদকে গুরুত্ব দিয়েছে কৃষি বিভাগ। উপজেলার ৩ হাজার কৃষককে রাসয়নিক সার ও বীজ ধান প্রদান করা হবে। এ বিষয়ে কথা হলে, উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অনেক কম খরচে আউশ ধান আবাদ করা যায়। আউশ ধান আবাদে পানি সেচের দরকার হয় কম, তাই উৎপাদন খরচও অনেক কম। সুষম সার, নিবিড় পরিচর্যায় আউষ ধানের ভালো ফলন পাওয়ায় কৃষক স্বল্প সময়ে লাভবান হবে। তিনি আরো জানান, খরিপ মৌসুমে উপজেলার ৩ হাজার কৃষককে ৫ কেজি করে বীজ, ২০ কেজি করে ডি এ পি এবং ১০ কেজি করে এম ও পি সার প্রদান করা হচ্ছে। তিনি আশা করেন পীরগঞ্জ উপজেলার কৃষকরা আউশ আবাদ করে লাভবান হবেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments