September 08, 2024
সারাদেশ

গাইবান্ধায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কমিটি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। এতে মৃণাল কান্তি বর্মনকে আহ্বায়ক ও সামিউল আলম রাসুকে সদস্য সচিব করা হয়।মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক মৃণাল কান্তি বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের রংপুর মহানগরের সমন্বয়ক অধ্যাপক চিনু কবির, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম রাসু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রায়হান কবীর, আশিকুজ্জামান, কনক সরকার, আতাউর রহমান প্রমুখ।

বিপথসভায় বক্তারা বলেন, সরকারে আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিনা ভোটের সরকার সীমাহীন লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে দোজখ বানিয়ে রেখেছে। এ থেকে উত্তরণে শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্র সংস্কারও লাগবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু সরকার কোনো কথারই পাত্তা দিচ্ছে না। যে সংবিধানের মাধ্যমে এভাবে জনগণের কথার কোনো দাম না দিয়ে সরকারে থাকা যায় সেই সংবিধান পরিবর্তন করতে হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments