খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন শাহ লুহিনের সভাপতিত্বে ও ইউএনও রাশিদা আক্তারের সঞ্চালনায় সভাটি হয়।
একইদিনে উপজেলা এনজিও বিষয়ক, আইনশৃঙ্খলা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ, সার ও বীজ মনিটরিং কমিটিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ।
Comments