পীরগঞ্জে বড় ভাই হত্যা মামলায় ছোট ভাইসহ গ্রেফতার-২

পীরগঞ্জ প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে আপন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা মামলার প্রধান আসামী ছোট ভাই সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ২৫ জুলাই রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের ওসমানপুর গ্রামের ছোট ভাই মো. মহিবুল ইসলাম (৩০) এবং ভগ্নিপতি মো. আব্দুল মালেকের (৩৮) ধারালো অস্ত্রের আঘাতে হেলাল মিয়া (৪০) খুন হন। মো. হেলাল মিয়া আসামিদের মাদক ব্যবসার কাজে বাধা নিষেধ করলে আসামিদের সাথে তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে এবং পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৬ জুলাই পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পরই আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
এক পর্যায়ে বুধবার ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে নিহতের ছোটভাই মৃত আব্দুর রহমানের ছেলে মো. মহিবুল ইসলাম (৩০) ও আপেল উদ্দিনের ছেলে আব্দুল মালেককে গ্রেফতার করে।
র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয় স্বীকার করে যে, ভিকটিম হেলাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাতের মাধ্যমে হত্যা করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিদেরকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments